শরৎপত্র
১৯ অক্টোবর ২০২৩ ২০:৩৮
আজ সব কাশফুল মেঘের অলংকারে সেজে বিকেলের কাছে সোনালী রোদ রেখে যায় চলে, যে আলোয় পত্রবাহক পথ চিনে যাবে, সে আলোর আয়ুরেখা থেকে তোমার ঠিকানা বহুদূর, রাত্রি নেমে এলে জোনাকীরা চলে যাবে ঠিকানাবিহীন, ডাকহরকরা আর পত্রের সহচর সেজে, তবুও পত্র যাবে অজানা ঘোরে…
পাখির পালকে ভর করে
আকাশের রৈখিক নীল দেখে
জলের প্রতিমা ঘেঁষে
পত্রবাহকের হাতে হাত ঘুরে
সকালের ভেজা শিশিরে।
ও পরবাসী মেঘ
এই শরতের কাঁশফুলে ভেসে যায় মনোহর দৃশ্যাবলী,
আমার অলিখিত প্রেম…।