Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহারের ভাবনা: উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৫ ২১:২৫

কোলাজ ছবি: সারাবাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইরানের বিরুদ্ধে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই (বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিট) তার উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।

বৃহস্পতিবার (১৯ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্যাপকভাবে প্রচারিত খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি যোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বাঙ্কার বাস্টার’ বোমা, যা যুক্তরাষ্ট্রের কাছে আছে কিন্তু ইসরায়েলের নেই।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প পর্যালোচনা করছেন, এই বিধ্বংসী বোমা ব্যবহার করে ইরানের ফোরদো পারমাণবিক প্ল্যান্ট ধ্বংস করা কতটা কার্যকর হবে, নাকি এটি পরিস্থিতিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দেবে। জানা গেছে, তিনি বিশ্বাস করেন, মার্কিন সহায়তায় একটি একক আক্রমণ হয়তো পরিস্থিতিকে বাড়িয়ে তুলবে না। তবে, এই সংবেদনশীল বিষয়গুলো নিয়েই বর্তমানে গভীরভাবে আলোচনা চলছে।

সারাবাংলা/এইচআই

ইরান-ইসরায়েল সংঘাত ডোনাল্ড ট্রাম্প বাঙ্কার বাস্টার মার্কিন যুক্তরাষ্ট