Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের একগুচ্ছ কবিতা

নিতাই পদ বণিক
৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৪০

মুক্তিযোদ্ধা

তোমরা ধন্য
ধন্য করেছো
আজকে স্বাধীন জনতা,

তোমরা এনেছো
মুক্তি সনদ
লাল সবুজের পতাকা।

তোমরা বিজয়ী
তোমরা অমর
গাহি তোমাদের জয়গান।

তোমরা আজি স্মরণীয়
তোমরা বরণীয়
তোমরাই মহীয়ান।

মুক্তিসেনা

বিজয় পতাকা এনেছো যাঁরা
রক্তনদী পেরিয়ে
তোমাদের ভূলিনি, জাগ্রত সদা
তোমরা যাওনি হারিয়ে।

যুদ্ধ করে এনেছ বিজয়
মুক্ত করেছ ভূমি,
তোমাদের স্মৃতি রবে অমলীন
তোমাদেরি প্রণমি।

জয়ের টানে

রক্তে ভেজা একটি পতাকা
রক্ত দিয়েই কেনা হলো
সবুজের বুকে শোণিত ধাবায়
এই বিজয় সূচিত হল।

লুপ্ত অধিকার ফিরে পেতে
স্বাধীনতার স্বাদ পেতে
বীর বাঙালি অস্ত্র ধরলো
সেদিন বিজয় লক্ষ্মী ঘরে এল।

আজ বিজয়ের উল্লাসে
রক্ত লাল সূর্য হাসে
মুক্তিকামী সফল জনতা
আনন্দেরই স্রোতে ভাসে।

সারাবাংলা/এসবিডিই

কবিতা নিতাই পদ বণিক বিজয়ের একগুচ্ছ কবিতা সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর