Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতৃপ্ত শহর

মুনিয়া মুন
২৫ জানুয়ারি ২০২৪ ২০:৩২

অতৃপ্ত এক শহরে তোমার আমার বসবাস!
আমি চাইলে তোমার সাথে কথা বলতে পারি
না চাইলে তোমার সাথে ঘুরতে যেতে পারিনা,
তোমার মায়া ভরা দুটি চোখের মায়া দেখতে পারিনা
তোমার শক্ত হাত দুটি শক্ত করে ধরতে পারি না।
চাইলে তোমাকে উজাড় করে ভালোবাসতে পারি না।
অতৃপ্ত শহরে তুমি আমি ভীষন একা এখানে মায়া পরী সব ঘুমন্ত,
এই শহর যেন স্বার্থপর প্রহরী দিয়ে বেস্টিত সবাই
জল্লাাদের মতো কালো মুখোশে বন্দী,
কেউ কারো আপন হতে যেন মানা এই শহরে।
এই শহরে তোমার আমার নিরুদ্দেশের খবর হবে না,
তোমার পানে ছুটে চলার ইচ্ছা পূরণ হবে না,
তোমাকে বেঁধে রাখার বাসনা কেউ জানবে না।
এই অতৃপ্ত শহর তোমাকে আমার কথা ভুলতে দিবে না,
এই শহরে আমিহীন তোমাকে কেউ দেখবে না,
তোমার অতৃপ্ত অনুভূতি কেউ বুঝবে না,
তোমার হারিয়ে যাওয়া আমি কে কেউ খুঁজে দিবে না।
এই শহর তোমার আমার জন্য নয় এই শহরে
বেঁচে থাকতে অভিনয় জানতে হয়,
কেননা মনুষত্বহীন মানুষ নিয়ে শহরটা অনেক রঙ্গীন!
শুধু তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো রঙ্গীন হয় না,
আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ হয় না।
এই শহরে তোমার আমার দূরত্ব কখনো কমে না।
তোমাকে নিয়ে হারিয়ে যাওয়ার সখ পূরণ হয় না।
কারন অতৃপ্তির এই শহর তোমার আমার নয়।
এই শহরে এখন তোমাকে পাওয়ার সাধ জাগে না,
তোমাকে হারিয়ে ফেলার ভয় হয় না,
তোমাকে আর ছুঁয়ে দেখার বাসনা আসে না,
তোমার প্রতি আর কোন প্রেম আসে না।
শুধু তোমার কাছে ধরা খাওয়ার…

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

অতৃপ্ত শহর কবিতা মুনিয়া মুন সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর