বইমেলায় প্রিন্স আশরাফের ‘আমি হয়তো মানুষ নই’
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৩
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে বের হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক প্রিন্স আশরাফ’র নতুন উপন্যাস ‘আমি হয়তো মানুষ নই’। লোমহর্ষক হরর থ্রিলারটি প্রকাশ করছে প্রতীক প্রকাশনা সংস্থা। প্রচ্ছদ করেছেন রিয়াজুল ইসলাম জুলিয়ান। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডারে স্পেশাল ‘গোল্ডেন এইজ’র সব বই স্টক আউট হয়ে পাঠকের কাছে পৌঁছে গেছে। ২৩০ পৃষ্ঠার বইটির মলাটমূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অবসরের ২৯ নং প্যাভিলিয়নে।
নতুন বই সম্পর্কে লেখক প্রিন্স আশরাফ জানান, ‘আমি হয়তো মানুষ নই’ নামটা কাব্যিক হলেও কাব্যের চেয়ে বাস্তবতা, পরাবাস্তবতা, রহস্য রোমাঞ্চ আর ভয়ংকর সুন্দরের আবহ তৈরি হয়েছে আখ্যানটিতে। একজন অতিসাধারণ আটপৈৗরে গ্রামীণ জনপদের খেটে-খাওয়া মানুষের ঘটনাচক্রে মানুষ পরিচয় ঘুচে গিয়ে অমানুষ বা অবমানবের পর্যায়ে পর্যবেসিত হওয়ার গল্প। ভৌতিক আবহের সাথে বৈজ্ঞানিক কল্প-কাহিনীর মিশেলে গড়ে উঠেছে যেন নতুন জাদুবাস্তবতা! মানুষের জীবন যখন বিপদাপন্ন হয়ে পড়ে, তখনই কি সে অমানুষ হয়ে ওঠে? ভিন্নধর্মী এই মৌলিক হরর-সাইফাই-থ্রিলারটি শ্বাসরুদ্ধকর, বৈচিত্র্যপূর্ণ, নাটকীয় ঘটনার উপাদানে পরিপূর্ণ, কৌতুহলোদ্দীপক প্লট। আশা করছি, পাঠক বইটিকে প্রিয় হিসেবেই গ্রহণ করবে।
‘আমি হয়তো মানুষ নই’ নামটা কাব্যিক হলেও কাব্যের চেয়ে বাস্তবতা, পরাবাস্তবতা, রহস্য রোমাঞ্চ আর ভয়ংকর সুন্দরের আবহ তৈরি হয়েছে আখ্যানটিতে। একজন অতিসাধারণ আটপৈৗরে গ্রামীন জনপদের খেটে খাওয়া মানুষের ঘটনাচক্রে মানুষ পরিচয় ঘুচে গিয়ে অমানুষ বা অবমানবের পর্যায়ে পর্যবেসিত হওয়ার গল্প। ভৌতিক আবহের সাথে বৈজ্ঞানিক কল্প-কাহিনির মিশেলে গড়ে উঠেছে যেন নতুন জাদুবাস্তবতা! মানুষের জীবন যখন বিপদাপন্ন হয়ে পড়ে তখনই কি সে অমানুষ হয়ে ওঠে?
প্রিন্স আশরাফের ভিন্নধর্মী এই মৌলিক হরর-সাইফাই-থ্রিলারটি শ্বাসরুদ্ধকর, বৈচিত্র্যপূর্ণ, নাটকীয় ঘটনার উপাদানে পরিপূর্ণ, কৌতুহলোদ্দীপক প্লট…ইউ কু’ডন্ট পুট ইট ডাউন!
সারাবাংলা/এসবিডিই