Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রণত: হে স্বাধীনতা

নিতাই পদ বণিক
২৬ মার্চ ২০২৪ ০৯:১৬

স্বাধীনতা তুমি ইন্দ্রিয়াতীত
স্বাধীনতা তুমি অনুপম
স্বাধীনতা তুমি আদরিনী
স্বাধীনতা তোমায় স্বাগতম।

স্বাধীনতা তোমায় অভিনন্দন
স্বাধীনতা তোমায় অভিবাদন
তোমাকে চেয়ে কত রক্তবৃষ্টি
তোমাকে পেতে কত দহন।

অতঃপর…
স্বাধীনতা তুমি যেদিন এলে
সেদিন বাংলার আকাশে নবোদয় হলো
সেদিনই এক নবজাতক প্রথম
নিরাপদে মাতৃদুগ্ধ পান করলো,
স্বাধীনতা তুমি যখন এলে
সেদিনই বাংলার কিষানী
নবোদ্যমে ফসল ঘরে তুললো।

স্বাধীনতা তুমি যেদিন এলে
সেদিনই শ্বেতপায়রা যুগল
বাংলার মুক্তাকাশে ভেসে বেড়ালো
বীরাঙ্গনা নিরবে চোখের জল মুছলো।

স্বাধীনতা তোমায় পেয়ে মুক্তিকামী
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাসলো,
আমিও ভুলেছি সবেদন
স্বাধীনতা তোমায় অভিনন্দন
স্বাধীনতা তোমায় অভিবাদন।

স্বাধীনতা তব আগমনে
বনে-উপবনে ফুল্লরা সাজে
বিটপে-পল্লবে জেগেছে উত্তরণ
এসো স্বাগতা, এসো আদৃতা
এসো স্বাধীনতা তোমায় সু-স্বাগতম।

সারাবাংলা/এসবিডিই

কবিতা নিতাই পদ বণিক প্রণত: হে স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর