Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা ছিল, আমিও হাঁটবো


৮ এপ্রিল ২০২৪ ১৮:০৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৮:২২

সে রাতে কি আশ্চর্য হলো
বারান্দায় পূর্ণিমা দেখে নেমে গেলাম উঠানে
কোথাও যাবার ছিল না তবু
হেঁটে যাই অদৃশ্য টানে
নির্জীব আঁধার ততক্ষণে গ্রাস করেছে আমার অবয়ব।
চৌচালা ঘরের ভাঙা ঘড়িটা ঠিকঠাক সময় দিয়ে যায়
আমি চমকে উঠি; এই কথা ছিল তবে?
হাজার মাইল ভেঙে ছুটে আসে নুপূরের শব্দ
হ্যামিলনের বাঁশিওয়ালা সত্যিই ছিল?
শিরস্ত্রাণ পরা যুবরাজকে দেখতে রাজকুমারী এসেছিল?
অভিশাপ পেরিয়ে আমিও যাচ্ছি

সারাবাংলা/এসবিডিই

অলোক আচার্য ঈদুল ফিতর ২০২৪ কথা ছিল আমিও হাঁটবো কবিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর