Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথভ্রষ্ট

কবীর চৌধুরী তন্ময়
২৯ এপ্রিল ২০২৪ ১৮:২৬

তোমার চোখে মানুষ যখন
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান!
আমি খুঁজি তোমার ভেতর
মানুষ-মনুষ্যত্বের অবস্থান।।

জাত-পাতে কবে কী হয়েছে?
হয়েছে শুধু ধ্বংস!
মানুষ আর মানবতাবোধের
নেই কোনো বংশ।।

মানুষের মাঝে তোমার অস্তিত্ব
মানুষের মাঝেই স্রষ্টা!
মনুষ্যত্বহীন জীবন-যাপনে
মানুষ নয়, তুমিই পথভ্রষ্ট।।

লেখক: সভাপতি, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)

সারাবাংলা/এসবিডিই

কবিতা কবীর চৌধুরী তন্ময় পথভ্রষ্ট সাহিত্য

বিজ্ঞাপন

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর