রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে এরই মধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে। এ দুর্ঘটনার সব আপডেট জানতে চোখ রাখুন সারাবাংলা লাইভে…
আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন। ছবি: সারাবাংলা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য কাজ করছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৩৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।
এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।
ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে বিমান, নৌ ও সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করায় শাহজালালের পরিবর্তে আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ধোঁয়া। ছবি: সারাবাংলা
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট এ কার্গো মালামালে আগুন লাগার খবর ২টা ৩০ মিনিটের দিকে আমরা পেয়েছি। আগুন লাগার খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২২টি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ধোয়া। ছবি: সারাবাংলা
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকামুখী সব ফ্লাইটকে চট্টগ্রাম আন্তজার্তিক শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এরইমধ্যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে...
ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনায় বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট,...