রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে এরই মধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে। এ দুর্ঘটনার সব আপডেট জানতে চোখ রাখুন সারাবাংলা লাইভে…
সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: সংগৃহীত
ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ প্রচুর বাতাস থাকায় আগুন দ্রুত...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল সবধরনের ফ্লাইট। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার পর ফ্লাইট কার্যক্রম ফের চালু হয়। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টা৪ মিনিটে অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট।
এর পর উড্ডয়নের অপেক্ষায় ছিল ইউএস-বাংলা, ইন্ডিগোসহ আরও কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বেসামরিক বিমাণ পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদফতরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপনে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপন করে সরকারের কাছে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, কমিটি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।’
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। আমরা চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন এ আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জানা গেছে, বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমইএর কুরিয়ার সেকশনে এখনো আগুন জ্বলছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ৮ নম্বর গেটের পাশে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত পৌনে ৮টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া আনসারদের মধ্যে ২৫ জন আহত হয়ে সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি সিলেটে নামানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ ছাড়া সিঙ্গাপুর ও মালদ্বীপ থেকে ছেড়ে আসা আরও দুটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করবে বলেও জানান তিনি।

আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন। ছবি: সারাবাংলা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য কাজ করছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৩৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।
এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে বিমান, নৌ ও সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করায় শাহজালালের পরিবর্তে আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ধোঁয়া। ছবি: সারাবাংলা
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট এ কার্গো মালামালে আগুন লাগার খবর ২টা ৩০ মিনিটের দিকে আমরা পেয়েছি। আগুন লাগার খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২২টি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ধোঁয়া। ছবি: সারাবাংলা
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকামুখী সব ফ্লাইটকে চট্টগ্রাম আন্তজার্তিক শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এরইমধ্যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে...
ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনায় বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট,...