Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলো না পেঁয়াজের ঝাঁঝ, ইলিশের ঘ্রাণও দুর্লভ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৪:৪১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৬:৪২

ছবি: সারাবাংলা

ঢাকা: আমদানির কারণে কিছুটা কমলেও ফের বেড়ে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির উত্তাপও আগের মতোই রয়েছে, দাম বেশি থাকায় বিক্রিও কমেছে। ভর মৌসুমেও ক্রেতাদের হাতে সেভাবে উঠছে না ইলিশ; ৮০০ টাকার নিচে ইলিশ পাওয়া দুষ্কর।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার, বিজয় সরণীর কলমিলতা, মহাখালীর বউবাজার ও শেওড়াপাড়ার ইব্রাহিমপুর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে দেখা গেছে, গেল কয়েক মাস ধরেই বেশ কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে। মুরগির দামও কিছুটা বাড়তি—প্রতি কেজি পোল্ট্রি মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, আর ডিমের ডজন সর্বোচ্চ ১৫৫ টাকা। মাছের বাজারেও চাপ বেড়েছে।

বিজ্ঞাপন

ডিম। ছবি: সারাবাংলা

ইলিশের বাজারে সবচেয়ে বড় সাইজের (১ কেজি ২০০–১ কেজি ৪০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়, আর ছোট সাইজের ইলিশ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

শেওড়াপাড়ার বাজারে দেখা গেছে, ৭৫ টাকায় পেঁয়াজ পাওয়া কঠিন। বেশিরভাগ দোকানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে দাম কমলেও খুচরায় তার প্রভাব নেই। গেল সপ্তাহে খুচরায় ৬২–৬৮ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে আবার ৮০ টাকায় উঠেছে।

পেঁয়াজ। ছবি: সারাবাংলা

ডিমের দামও বেড়েছে। এখন প্রতি ডজন ১৪০–১৫৫ টাকা, যেখানে এক মাস আগেও ছিল ১২০–১২৫ টাকা। পোল্ট্রি মুরগি ১৭০–১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কয়েক সপ্তাহ আগেও যা ছিল ১৫০–১৬০ টাকা।

সবজির বাজারেও চাপ অব্যাহত। বেশ কিছু সবজি ১০০ টাকার ওপর, বেশিরভাগই ৮০ টাকার ওপরে। আলু ২৫ টাকা, পেঁপে ৩০–৪০ টাকা, ঢেঁড়স ও পটল ৮০–১০০ টাকা কেজি। বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, কাঁকরোলের দাম বাজারভেদে ১০০–১২০ টাকা পর্যন্ত। কাঁচামরিচের দামও আকাশছোঁয়া—প্রতি কেজি ২০০ থেকে ৩২০ টাকা, যেখানে কয়েকদিন আগেও ছিল ১৫০–১৬০ টাকা। এখন প্রতি পিস চালকুমড়া ৭০ টাকা, লাউ ১০০ টাকা, আর মিষ্টি কুমড়ার ফালি ৪০ টাকা কেজি।

ছবি: সারাবাংলা

ডিমের দামও বেড়েছে। এখন প্রতি ডজন ১৪০–১৫৫ টাকা, যেখানে এক মাস আগেও ছিল ১২০–১২৫ টাকা। পোল্ট্রি মুরগি ১৭০–১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কয়েক সপ্তাহ আগেও যা ছিল ১৫০–১৬০ টাকা।

সারাবাংলা/ইএইচটি/এমপি

বাজার দর সাপ্তাহিক বাজার দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর