Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর কালশীতে দুর্বৃত্তের হামলায় ভাই-বোন আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১

ঢাকা: রাজধানীর মিরপুর কালশীতে দুর্বৃত্তের গুলিতে সুমন মিজি (৩২) ও ধারালো অস্ত্রের আঘাতে বড় বোন লাভলী বেগম (৪৫) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তারা মিরপুর কালশীর ১১ নম্বর রোডে বাস করেন। সুমন এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় সিসি ক্যামেরা লাগানোর কাজ করেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালশি আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ে স্থানীয় দুর্বৃত্ত ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে তার স্বামীকে মারধর করে এবং পেটের বাম পাশে গুলি চালায়। এ সময় লাভলী বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

বিজ্ঞাপন

মাহিমা জানান, মাল্লা কবির ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। লাভলীর ছেলে ও ছোটভাই সুমন সেনাবাহিনীকে তথ্য দেয়ার কারণে হামলার পূর্বাভাস মিলেছিল এবং শনিবার রাতে তারা হামলা চালায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, আর লাভলী চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

আহত দুর্বৃত্ত ভাই-বোন

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর