Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২২:৪৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০০:৫৩

নড়াইল: নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার ( ২৪ আগস্ট) বিকেলে দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬)। তারা দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার ও রোকাইয়া বেগমের সন্তান। নিহত ভাই-বোন বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে যানা গেছে, বিকেলে শিশু আমেনা ও নাফিসকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভব্য সব জায়গা খোঁজাখুজি করেন। কোথাও না পেয়ে এক পর্যায়ে পুকুরে নেমে তল্লাশি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের ধারণা, খেলার সময় অসাবধানতাবশত তারা পা পিছলে পুকুরে পড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাছুম বিল্লাহ শিশু দুইটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর