Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক শিপন মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট এলাকার রূপায়ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে পথচারীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অজ্ঞাত ব্যক্তিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া সবুজ ইসলাম জানান, শিপন মিয়া খিলক্ষেত বটতলা ভূমি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তার বাসা বাড্ডা এলাকায়। সকালে এক যাত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৩০০ ফিট সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পথচারীরা দুজনকেই কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে সেখানে গিয়ে ওই অজ্ঞাত ব্যক্তিকে পাই। পরে তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিপনকে পরবর্তীতে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ‘সকালে খিলক্ষেত ৩শ’ ফিট রূপায়ন টাওয়ারের সামনে একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে দুইজন আহত হন। পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে একজন ঢামেকে মারা যান।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর