Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা মামলায় পুরুষদের হয়রানি ও আইনি বৈষম্য বন্ধের দাবি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৫:০৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা।

ঢাকা: পুরুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জেল ও সামাজিক মর্যাদাহানিকর ঘটনার অবসান এবং আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

বক্তারা জানান, মিথ্যা যৌতুক ও নারী নির্যাতনের প্রায় ৯০ ভাগই মিথ্যা মামলা হলেও পুরুষরা হয়রানির শিকার হচ্ছেন। এতে চাকরি হারানো, মানসিক চাপ এবং সামাজিক মর্যাদা ক্ষতির মতো সমস্যা তৈরি হচ্ছে। পুরুষদের প্রতিরক্ষা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাউন্টার মামলা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন বলেন, অভিযোগে নারীদের পক্ষে সমাজ দাঁড়ায়, কিন্তু পুরুষদের পক্ষে কেউ দাঁড়ায় না। ফলে পুরুষরা বৈষম্যের শিকার হচ্ছেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, নির্বাচনে পুরুষের অধিকার নিয়ে প্রতিশ্রুতি না থাকা রাজনৈতিক দলগুলোকে তারা ভোট দেবেন না।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আইনের সুবিধার অপব্যবহার রোধ করা, পুরুষদের অধিকার নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং নির্বাচনী ইশতেহারে পুরুষের নিরাপত্তা ও অধিকার অন্তর্ভুক্ত করা জরুরি।

সংগঠনটি আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২৫ উপলক্ষে দিনব্যাপী সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরি করেছে।

বিজ্ঞাপন

শততম টেস্টে মুশফিক অপরাজিত ৯৯
১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

আরো

সম্পর্কিত খবর