Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১০:০৩

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ইয়াসিন ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর