ঢাকা: দলের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে ফের শাহবাগে অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর তারা শাহবাগ অবরোধ করে। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
পরে এসে তারা শাহবাগ অবস্থান করে। বিকেল ৪ টাও অবরোধ চলমান রয়েছে।
এ সময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। পাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে।
অবরোধে উপস্থিত রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি শরিফ ওসমান হাদির বিচার চেয়ে বিভিন্ন স্লোগান তুলছেন।