Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোড়ে কয়েক দফা দাবি নিয়ে আবারও জড়ো হন মোবাইল ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পালটা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ব্যবসায়ীরাও ইটপাটকেল নিক্ষেপ ছোড়ে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে আজ পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি। ঘোষণা অনুযায়ীসকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর