Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১১:৫৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৫১

ঢাকা: জুরাইনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ওরফে বাবুল (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টা দিকে জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম জানান, তাদের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট গ্রামে। তার বাবার নাম আনিসুল হক। বর্তমানে কদমতলি জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকেন। তার স্বামী পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুর কাজ করতো।

তিনি আরও জানান, সোমবার সেখানে কাজে গিয়েছিলেন। রাতে কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। পরবর্তীতে খবর পেয়ে রাস্তা থেকে তাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

তবে কোন যানবাহনের সাথে দুর্ঘটনা ঘটেছে তা কেউই জানাতে পারেনি তাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/ এসএসআর/এএ
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সজীব গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩০

‎নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর