Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:২৬

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় কাভার্ড ভ্যান চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

বাবুল হাওলাদার সাগরের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। বাবার নাম আজিজ হাওলাদার। বর্তমানে যাত্রাবাড়ি শনির আকড়া এলাকায় থাকতেন।

রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে সাগরের ব্যাটারী চালিত রিকশায় করে যাত্রাবাড়ী গিয়েছিলেন। এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে রিকশাটি নষ্ট হয়ে গেলে রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন বাবুল। আর রিকশার পেছনে পেছনে হাটছিলেন তিনি নিজে। এসময় পিছন থেকে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের উপর দিয়ে উঠিয়ে দেয়। এরপর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত সাগরের স্ত্রী বিউটি আক্তার জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায়। বাবুলের বাবার নাম আজিজ হাওলাদার। দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ি শনিরআখড়া এলাকায় থাকতেন। ব্যাটারি চালিত রিকশাটি তার নিজের। ভোর পৌনে ৫টার দিকে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান তিনি। ঢাকা মেডিকেলে গিয়ে মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ এখন বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর