Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১২:১৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:০৫

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের হক ডকইয়ার্ডে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কাউটাইল এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘ ২৫ বছর যাবত ওই ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের সাথে কারো কোনো শত্রুতা ছিল না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর