Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ২৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাছুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।

বিজ্ঞাপন

রূপনগর থানা সূত্রে জানা যায়, একই দিনে রূপনগর থানা পুলিশ পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫) ও মো. নাঈম হাওলাদার (৩১)।

ওই দিন শেরেবাংলা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৮) ও মো. ইসলাম (৩৮)।

এছাড়া, কলাবাগান থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানা জানিয়েছে, বুধবার পুলিশ বিভিন্ন অপরাধে সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর