এ মাসে মতিঝিলে, মে থেকে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস: সাঈদ খোকন
৩ এপ্রিল ২০১৯ ২১:৪৩
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের মত রাজধানীর মতিঝিল ও উত্তরায়ও চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। আর তা চলতি মাসের শেষ সপ্তাহে মতিঝিল এলাকায় এবং মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চালু হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে ডিএসসিসির নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির ৫ম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মেয়র। বৈঠক চলে বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘এ সেবার মাধ্যমে কম খরচে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস ভূমিকা রাখবে। প্রতি বাসেই র্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়া যাবে।’
তিনি বলেন, শহরে এখন প্রায় আড়াই হাজার পরিবহন কোম্পানি আছে। তাদের মধ্য থেকে নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে সাড়ে ৪ হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশন হতে প্রায় দুই বছর সময় লাগবে। কারন এখনও ট্রার্মিনাল, ডিপো, চালকদের প্রশিক্ষণের কাজ শেষ হয়নি। মূলত চক্রকার বাস গুলো বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার ছোট ছোট অংশ। ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটের চক্রকার বাস সেবা এরইমধ্যে চালু হয়েছে। হয়তবা কিছুটা ক্রুটি-বিচ্যুতি রয়েছে তবে আগামী ১৫ দিনের মধ্যেই যাত্রীরা এর সার্বিক সুবিধা ভোগ করবেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চক্রাকার বাসের সঙ্গে নিয়মিত চলাচল করা বাসগুলো শৃঙ্খলায় ফিরে আসবে। তারাও তাদের পরিবহনগুলোকে আধুনিকায়ন করে যাত্রীসেবায় নিয়োজিত হতে বাধ্য হবেন।’
এ সময় ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মালিকরা মেয়রের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি, দুইবছর পর বড় ধরনের পরিবর্তন আসবে।‘
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি ও ডিটিসি-বিআরটিসির চেয়ারম্যানসহ প্রমুখ।
সারাবাংলা/এসএইচ/একে