ডিএনসিসির অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৯ এপ্রিল ২০১৯ ১৮:১৬
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে জনতা টাওয়ার সড়কে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া অভিযানস্থল থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চলে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অস্থায়ী স্থাপনা, সেমিপাকা শেড, র্যাম্প, সিঁড়িসহ অন্যান্য স্থাপনা অভিযানের সময় উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করে জনস্বার্থে তা উন্মুক্ত করে দেওয়া হয়।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী ও ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএইচ/একে