Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ইবি করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২২:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ২২:৪৭

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন ইবি শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: রাজধানীতে চাঁদা না দেওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার বিচার বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিজ্ঞাপন

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, আমরা তাদের মুখে বারবার শুনি নির্বাচন না দিলে নাকি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে না। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে নির্বাচন না হওয়ার কারণে ওই সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে। এই খুনের রাজনীতি তারাই কায়েম করতে চায় আর তারাই বলতেছে নির্বাচন চাই। আমরা দেখতে পাই গত ১৭টি বছর একটি সরকার স্বৈরাচারী শাসন কীভাবে কায়েম করেছিল। কীভাবে একটা সরকার মিডিয়াকে কন্ট্রোল করেছিলো। আমরা আজকে দেখতে পেরেছি যে আজ ১১ জুলাই একজন ব্যবসায়ী ভাইকে চাঁদার জন্য কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সমাবেশ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য চলাকালে আন্দোলনকারীদের একটি বড় অংশ সমাবেশের জন্য প্রধান ফটকে যেতে চান। পরে তারা নেতাদের উপেক্ষা করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশ করে। সেখানে সম্মুখ সাড়িতে ইবি শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দেখা যায়।

এসময় তারা বলেন, পাথর মেরে ব্যবসায়ীকে কারা হত্যা করেছে, তা জাতির কাছে স্পষ্ট। তারা শুধু হত্যাই করে নাই, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চব্বিশ উত্তর স্বাধীন বাংলাদেশে যারা চাঁদাবাজ কায়েম করতে চায়, তাদেরকে জাতি কখনো মেনে নেবে না। এই ধর্ষণ ও চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। আবু সাইদরা এমন বাংলাদেশের জন্য রক্ত দেয় নাই। ইন্টেরিম গভর্নমেন্ট মেরুদন্ড সোজা করুন। ওরা মানুষ মারবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না। তাহলে ক্ষমতায় থাকার দরকার নেই। অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করুন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৪৩) চাঁদার টাকা না দেওয়ায় পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল নেতা মঈনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে শতাধিক মানুষের উপস্থিতিতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সারাবাংলা/এসএস

ইবি প্রতিবাদ ব্যবসায়ী রাজধানী শিক্ষার্থী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর