কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার পারিবারিক কলহের জেরে উর্মি খাতুন (৩৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রানা হোসেনের (৩৬) বিরুদ্ধে।
শনিবার (৯ আগষ্ট) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লক এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে।
নিহতের ভাই আবু সাইদ বলেন, ‘উর্মি ৫ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদক সেবন করার জন্য বেশ কয়েকবার জেলে গেছেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে। তারা হাউজিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। খুনি রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।