Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে খামারের পাশে মিলল অটোরিকশা চালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:১৮

মরদেহ। প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে জাহিদ হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদ হোসেন নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার ওজি উল্যার ছেলে। পেশায় তারা দুইজনই অটোরিকশা চালক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশা চালানো শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে রিকশাটি বাড়িতে রেখে যান জাহিদ। রাতে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি তারা। সকালে বাড়ির পাশের একটি মুরগীর খামারের কাছে জাহিদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহতের মৃতদেহের সঙ্গে একটি বিদ্যুতের তার পড়ে ছিল বলে জানান স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ ও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি

অটোরিকশা চালক মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর