Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৫:০৩

সেপটিক ট্যাংকের নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

পাবনা: পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। সেই সেপটিক ট্যাংকের নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন, বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩), একই এলাকার আ. গফুরের ছেলে মোস্তাকিন (২১)।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠানো হয়।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ‘সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে।’

সারাবাংলা/এমপি

আহত মৃত্যু শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংক