রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মব জাস্টিসে বিশ্বাস করে না বলে জানিয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় চোর সন্দেহে হত্যার শিকার রূপলালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি রূপলালের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মানুষ। সবই আমরা এক আল্লাহর সৃষ্টি কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে কীভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারতে পারে? বাংলাদেশ জামায়াত মব জাস্টিসে বিশ্বাস করে না। কারণ আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও হাতে নেই।’
এটিএম আজহার রূপলালের মেয়ে নুপুরের বিয়েতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং নিহতের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।