Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ২ বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল সুপারভাইজারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১২:০৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৪:০৮

কুমিল্লা: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় তিশা ট্রান্সপোর্টের এক সুপারভাইজার নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডান পাশে তিশা প্লাস পরিবহণ দাঁড়িয়ে ছিল। এ সময় বাম দিক থেকে এশিয়া ট্রান্সপোর্ট বেপরোয়া গতিতে কাউন্টার ত্যাগ করার সময় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার অসাবধানতাবশত চাকার নিচে পড়ে যান। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত সুপারভাইজার সোহেল রানা কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খামার গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয় এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনও তেমন পাশে নেই। ফলে হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তার পরিবার চরম সংকটে পড়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়া ট্রান্সপোর্টের চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং কোনো ধরনের সতর্কতা ছাড়াই গাড়ি ওভারটেকিং করতে যান। তিশা ট্রান্সপোর্টের সুপার ভাইজার সোহেল এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় প্রতিদিনই বাস ও ট্রান্সপোর্ট কাউন্টারের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত বাসের প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর