রংপুর: রংপুর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রাক্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নাম মোহা. আশরাফুল ইসলাম। তিনি বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদায় ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে তাকে যোগদানের নির্দেশনা দিয়েছে।