Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবদল নেতা‌কে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১১:৫৭

যুবদলকর্মী শামীম হোসেন (৩৩)।

খুলনা: খুলনার আঠারো মাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের যুবদলের এক নেতাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যার ঘটনা ঘটে।

শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সারাবাংলা/এমপি

গলাকেটে হত্যা যুবদল নেতা হত্যা

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে স্কয়ার
২৩ আগস্ট ২০২৫ ১৩:০৮

আরো

সম্পর্কিত খবর