Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১০:১৫

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দির গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার চালকের সাতদিনের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগস্ট) বিকালে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা এবং মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দুইজন কুষ্টিয়া ও পাবনা জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি

অবৈধ বালু উত্তোলন বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর