Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে কসাইকে গলা কেটে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ০৮:৪৫

বেনাপোল: যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪০) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, মিজানুর উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

কসাই খুন গলা কেটে হত্যা