Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:২৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ২১:৩৯

ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। তিনি বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আমাদের আস্থা ও সম্মান রয়েছে। ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বতন্ত্রতা ও ভিন্ন জাতির সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে— জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি এটিই আমাদের অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি অধিকার বাস্তবায়ন করবে।”

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পরে আমরা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “একটি চক্রান্ত চলছে বাংলাদেশে। আসন্ন নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। উগ্রবাদী চক্র বিভাজন সৃষ্টি করতে চায়। আমাদের দায়িত্ব হবে একসাথে লড়াই করা— যেমন একাত্তরে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। বিশ্বাস আছে, তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণ প্রমুখ।

এর আগে দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে ১৫ জন আদিবাসী তরুণী ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করে। এ সময় তারেক রহমানকে বিভিন্ন সমতল জনগোষ্ঠীর পক্ষ থেকে উত্তরীয় ও উপহার প্রদান করা হয়। বিএনপির পক্ষ থেকে নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সমাবেশে দেশের সমতল অঞ্চলের ১২টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আদিবাসী নেতৃবৃন্দ, গবেষক ও মানবাধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

তারেক রহমান নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর