Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ, বাজারে কমছে দাম

লোকাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

বেনাপোল দিয়ে ভারত থেকে ৬০ টন পেঁয়াজ এসেছে।

বেনাপোল: আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। প্রতি চালান থেকে ১৫ টন পেঁয়াজ ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, তিন চালানে আসা ৬০ টন পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্সের। পেঁয়াজের মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হবে।

স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য ৩০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭,৪২৯ টাকা। এর ফলে প্রতি কেজি আমদানি মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৮ টাকা। মানভেদে বাজারে পেঁয়াজ ৫৭-৬০ টাকায় বিক্রি করা যেতে পারে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য বন্দরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমস হাউসে জমা দিয়ে খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর