Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দু’পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপির দু’পক্ষ পরস্পর বিরোধী অবস্থান নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ কারণে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ১৪৪ ধারা জারি করেন।

তিনি জারিকৃত আদেশে উল্লেখ করেন, ‘সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা ও তার আশপাশের এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কো অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ৫ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।’

বিজ্ঞাপন

এ নিয়ে পৃথক পৃথকভাবে কথা হলে বিএনপি নেতা ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ইফখার হোসেন পপেল, এম এ মালেক বলেন- ‘‘আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই, ১৪৪ ধারায় জারি করা নিষেধাজ্ঞা মেনে চলছি। তবে, বিকালে জারিকৃত ১৪৪ ধারার আওতার বাইরে সমাবেশ করার প্রস্তুতি সম্পন্ন করেছি’। অপর পক্ষে উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে পাওয়া যায়নি।’’

বিএনপির দু’পক্ষের পরস্পর বিরোধীয় অবস্থানের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ১৪৪ ধারা জারি আছে। থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে, বিকালে পৌরসভার সীমানা পেরিয়ে ধুমাইটারী এমইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন। বিএনপি ও অন্যান্য সহযোগী অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যে নজমুল হুদা, ইফতেখার হোসেন পপেল, আহসান আজিজ সরদার সিন্টু, এম এ মালেক, নাহমুদুল ইসলাম রাসেল, ফারুকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

১৪৪ ধারা জারি প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর