রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবণী ভাদুরী (২১)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দৌলতদিয়া ঘাট পাড় হয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি অজ্ঞাত যানবাহন তাদের টেনে প্রায় ২০ ফুট দূরে নিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শ্রাবণী ভাদুরী।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সঞ্জয় মণ্ডলকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কৌশিক কুমার দাস জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়ি শনাক্তে তদন্ত চলছে।