Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০১

ফরিদপুরে সড়ক অবরোধ।

ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে মহাসড়কে অবরোধ করেছেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার পর থেকে ভাঙ্গা-ফরিদপুর, ভাঙ্গা-খুলনা ও ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের সুয়াদি, পুকুরিয়া ও মনসুরাবাদ এলাকায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভাঙ্গা উপজেলার ওপর দিয়েই দক্ষিণবঙ্গের ২১ জেলার যানবাহন চলাচল করে থাকে।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে এবং শুক্রবার অবরোধ কর্মসূচি পালন করেন। তারা ফরিদপুর-৪ থেকে ইউনিয়ন দুটি কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গাকে কেন্দ্র করে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।

সারাবাংলা/এমপি

আসন বিন্যাস ফরিদপুর সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর