Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় স্ত্রীর গলাকাটা লাশ, স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০

বরগুনা: বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে স্ত্রীর গলা কাটা মরদেহ ও স্বামীর ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— আকলিমা (২৭) ও স্বপন মোল্লা (৩২)। দম্পতির দুই মেয়ে সন্তান রয়েছে— সাদিয়া (৬) ও আফসানা (১)।

ঘটনাস্থলে উপস্থিত নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ‘‘ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ‘আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলেনা। আব্বাকেও দেখিনা।’ আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা রক্তমাখা লাশ পরে আছে মেজেতে। স্বপনকে খুজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে, পাশেই চেয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো স্বপনের মরদেহ।’’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে স্বপনের মেয়ে সাদিয়ার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা ঘরে গিয়ে মেঝেতে রক্তমাখা অবস্থায় আকলিমার গলাকাটা মরদেহ এবং আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বপনের মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, স্বপনের কোনো শত্রু ছিল না। তবে তিনি নিয়মিত কাজ না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। নিহত আকলিমার বাবার ধারণা, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং এর পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এমপি

গলাকাটা লাশ ফাঁসি স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর