Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তলসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তলসহ চালক ও হেলপারকে আটক।

বেনাপোল: বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ৪৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা দুজনই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশিতে চালকের কেবিন থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এগুলো বাংলাদেশে আনা নিষিদ্ধ হওয়ায় জব্দ করা হয়েছে এবং আটক দুজনকে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক ট্রাক চালক জানান, আত্মরক্ষার জন্য তারা ট্রাকে অস্ত্রটি রেখেছিলেন। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

সারাবাংলা/এমপি

আটক পিস্তল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল ভারতীয় ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর