Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

খুলনা: খুলনার রূপসায় ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার রাত ১টা ২০ মিনিটে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ট্রাকের চালক।

পুলিশ জানায়, একটি মালবাহী ট্রাক (যশোর ট-১১৫৬৩৫) আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে প্রবেশ করে। এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও ইটের পাজায় ধাক্কা দেয়। এতে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর