Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের দাবিতে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

ভাঙ্গায় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা মহাসড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড, আলগি ও হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চালক-যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে বিকল্প পথে যানবাহন চলাচল করায় আগের দুই দিনের তুলনায় যানজট কিছুটা কম ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান।

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে এ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস বাতিল না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

হামিরদি ইউনিয়নের বাসিন্দা শেখ সুজন বলেন, ‘ভৌগলিকভাবে ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) থেকে অনেক দূরে। এতে আমাদের ভোগান্তি বাড়বে।’

এর আগে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করলেও মঙ্গলবার থেকে ফের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর