Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুমকিতে পায়রা সেতুর পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪১

প্রতীকী ছবি

পটুয়াখালী: দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজার উত্তর পাশে ট্রাফিক পুলিশ বক্সের কাছে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন। তারা থানায় এলে শনাক্তকরণে অগ্রগতি হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।

বিজ্ঞাপন

দুমকি থানার ডিউটি অফিসার জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

লেবুখালী পায়রা সেতু দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ। প্রতিদিন শত শত যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এমন কৌশলগত স্থানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সারাবাংলা/এমপি

অজ্ঞাত যুবক দুমকি লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর