নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলারটি দু’খণ্ড হয়ে গেছে। এ ঘটনায় হেমায়েত মিয়া (৪০) নামের এক জেলে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হেমায়েত মিয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জন জেলে ট্রলারটি নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন। পরে সবাই ছুটিতে বাড়ি গেলেও পাহারার দায়িত্বে ছিলেন হেমায়েত মিয়া। রাত ৯টার দিকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ট্রলারটি ভেঙে দুই ভাগ হয়ে যায় এবং হেমায়েত মিয়া গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয় জেলেরা তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ট্রলারের মালিক নিজাম মাঝি বলেন, ‘বিস্ফোরণে ট্রলারটি পুরোপুরি ফেটে গেছে। হেমায়েত মিয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।’
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, ‘রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেলে হেমায়েত মিয়া দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’