Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভীনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪

লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন।

কুষ্টিয়া: লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীনকে আজ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে নেওয়া হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পৌর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী ফরিদা পারভীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমেছে স্বজন, বন্ধু ও ভক্তদের। চারদিকে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির কারণে ছোটবেলা থেকেই তিনি কুষ্টিয়ায় বড় হন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন। ৫৫ বছরের সংগীতজীবনে তিনি লালনসংগীতে নিজস্ব এক ঘরানা গড়ে তোলেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘বাড়ির কাছে আরশিনগর’সহ বহু জনপ্রিয় লালনগীতি তার কণ্ঠে জীবন্ত হয়েছে। শ্রোতারা তাকে ভালোবেসে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছেন।

সারাবাংলা/এমপি

কবর জানাজা দাফন ফরিদা পারভিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর