কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ে ‘মেডিয়েশন প্রক্রিয়া: আইনগত সহায়তা সংশোধন অধ্যাদেশ ২০২৫’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মেডিয়েশন একটি সহজ, জনপ্রিয় ও যুগোপযোগী পদ্ধতি। মধ্যস্থতাকারীকে অবশ্যই আচরণে সৎ হতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘মেডিয়েশন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আদালতেও কার্যকরভাবে প্রয়োগ করা যায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, উখিয়া থানার ওসি জিয়াউল হক, বিমস স্পেশাল রিপ্রেজেন্টেটিভ শারমিন আজাদ এবং মেডিয়েশন কর্মী সোহানী ইসলাম সমাপ্তি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক। কনফারেন্সে মেডিয়েশন ট্রেনিংপ্রাপ্ত ৩৫ জন ছাত্রীকে সনদপত্র প্রদান করা হয়।