Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

বজ্রপাত। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিতলাইপাড়া ও বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) এবং প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কৃষক জামাত আলী (২৫)। আহত মকবুল হোসেন (৫৩) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের বরাতে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিল তোহা। হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে বিলগাথুয়া গ্রামে বাঁশের মাচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। অপরজন চিকিৎসাধীন।’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

বজ্রপাত মৃত্যু শিক্ষার্থী

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

আরো

সম্পর্কিত খবর