Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে আ.লীগের মশাল মিছিল থেকে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৪

আ.লীগের মশাল মিছিল থেকে আটক ৪

বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বরিশাল নগরীতে মশাল মিছিল করার সময় স্থানীয় জনতা ধাওয়া করে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ফিশারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কিছু সময় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন—বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মো. শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার (৩৭), নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চহঠা এলাকার মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ কর্মীরা। মিছিলটি বাস টার্মিনালের দিকে অগ্রসর হলে স্থানীয় জনতা হামলা চালায়। পালানোর সময় চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরাই মশাল মিছিলের চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া দিলে চারজন ধরা পড়ে এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, স্থানীয়দের ধাওয়ায় চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

আ.লীগ আটক মশাল মিছিল

বিজ্ঞাপন

ফের বাড়ল সোনার দাম
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১

আরো

সম্পর্কিত খবর