Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের প্রথম ‘পলাতক প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা: আউয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ড. তৌহিদুর রহমান আউয়াল।

পাবনা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাজে শেখ হাসিনা সবসময় ঈর্ষান্বিত হতেন, কিন্তু কোনো কাজেই প্রথম হতে পারেননি। তবে একটি কাজে তিনি প্রথম হয়েছেন—বাংলাদেশের প্রথম ‘পলাতক প্রধানমন্ত্রী’। এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ড. তৌহিদুর রহমান আউয়াল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের গোপালপুর মহল্লায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আউয়াল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ গঠনে ছাত্র প্রতিনিধিদের করণীয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তরুণ ছাত্র প্রতিনিধিদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় ছাত্রদল।’

বিজ্ঞাপন

পাবনায় সাংগঠনিক সফরে এসে জেলা ছাত্রদলসহ জেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের জন্য পদপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক ছাত্র প্রতিনিধি এতে অংশ নেন।

এছাড়াও পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলেও একই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ, যুগ্ম সম্পাদক মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এমপি

ড. তৌহিদুর রহমান আউয়াল বিএনপি বেগম খালেদা জিয়া শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর